কেন চন্দ্রপ্রভা বটি ? /Chandraprabha vati- why ?
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiM5QtZZLLQaO1DI7mUb2BCRmVDI7O9WDo2xSKg1zhDuEGZ_beziUua0pJLim3yiUIgqEMUqKqqKiwUQU4WdLzP0JbyKGXgpwrD71hptpQxWLH88fPJpy0A_00GwBgvvsV1XdXj0XtShoFW/s1600/1625068436571346-0.png)
আয়ুর্বেদ শাস্ত্রের চন্দ্রপ্রভা বটি ঔষধটি গুগুল , শিলাজিৎ, শর্করা,কর্পূর, অ্যাকোনাইটাম হেটেরোফাইলাম , হলুদ ,বচ , মুথা ঘাস,আমলকি, হরিতকি, বহেড়া, দেবদারু, ধনে, গিলই, আদা, চই ঝাল, পীপলি, গুলমরিচ , দারু হলুদ, চিত্রক, ভিদঙ্গ, কালমেঘ, টারপেথ, দন্তি মূল, দারচিনি, তেজপাতা,ছোট এলাচ, কাঁটা বাশ, লৌহ ভষ্ম, সোডিয়াম কার্বনেট, রকসল্ট, সোডিয়াম সালফেট, পটাশিয়াম কার্বনেট, কপারপাইরাইটিস নিয়ে তৈরি হয়।এত গুলো অতি প্রয়োজনীয় সামগ্রী মিলে আপনার শরীরের নানাবিধ সমস্যার সমাধান করে আপনাকে বলশালী করে আপনার দেহে চাঁদের জ্যোতি এনে দেবে । উপকারিতা: নিয়মিত ভাবে চন্দ্রপ্রভা বটিকা সেবন , অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী, করলে অনহা, কৌষ্ঠকাঠিন্য , সিস্ট, পান্ডু রোগ, কামলা রোগ, অরুচি, মন্দাগ্নি, নেত্র সমস্যা, মূত্রকৃচ্ছ , মূত্র পাথুরী, মূত্ররোধ, অর্শ, ভগন্দর, টিউমার, হার্নিয়া, চুলকানি, নানাবিধ চর্মরোগ, প্লীহার সমস্যা, দাঁতের সমস্যা, প্রমেহ, দূর্বলতা, রজঃস্রাবের সমস্যা , শুক্র দোষ , ইত্যাদি দূরীভূত হ...